ক্রীড়ায় রমজান
ধর্মের প্রতি আগে থেকেই অনুরাগ ছিল। সেই ভালোবাসা থেকেই নিজ তাগিদে চালান গবেষণা। সেখান থেকেই মনে ভালো লাগাটা কাজ করে। ইসলামের সুমহান আদর্শ, সরলতা আর ভ্রাতৃত্ববোধ কাছে টানে ওয়েন ডিলন পার্নেলকে। সে আর্কষণেই শান্তির ধর্ম গ্রহণ করেন দক্ষিণ আফ্রিকার এই বাঁ-হাতি পেসার। ছিলেন খ্রিস্টান ধর্মাবলম্বী।